Interview History Question
১) প্রশ্নঃ কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তরঃ যুক্তরাজ্য (The United Kingdom)
_ যুক্তরাজ্য, সৌদিআরব, স্পেন ও নিউজিল্যান্ডের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। যুক্তরাষ্ট্রের সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান।
২) প্রশ্নঃ ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তরঃ গুপ্ত যুগ।
_ গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। মহারাজা শ্রী গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় রাজ্য যা 320-550 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত ছিল। ভারতের ইতিহাসে এই যুগে কৃষি, শিল্প ও বাণিজ্যে, বিজ্ঞান,সাহিত্যে, চিকিৎসাবিদ্যা,এর ব্যপক অগ্রগতি ঘটেছিল। তাই ঐতিহাসিকরা গুপ্ত যুগ কে ভারতের স্বর্ণযুগ বলে আখ্যা দিয়েছে।
৩) প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল?
উত্তরঃ অরল্যান্ডো মাজোট্টা।
_ ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসুর দেশ থেকে পালিয়ে আফগানিস্তান যাওয়ার পথে নিজের আসল পরিচয় লুকোতে। তিনি 'জিয়াউদ্দিন' এই ছদ্মনাম টি গ্ৰহণ করেন। পরবর্তীতে আফগানিস্তান থেকে জার্মানির যাওয়ার পথে 'অরল্যান্ডো মাজোট্টা' ছদ্মনাম গ্রহণ করেন।
৪) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম নাম কি ছিল?
উত্তরঃ জম্বুদ্বীপ।
_পুরাতন লিপি থেকে জানা যায় যে ভারতবর্ষ নামটির পরিচিতির পূর্বে ভারত জম্বুদ্বীপ নামেই পরিচিত ছিল। ভারতের পুরাতন নাম জম্বুদ্বীপ এর হদিস পাওয়া যায় সূর্যসিধান্তের লেখা পুরাতন লিপি থেকে।
৫) প্রশ্নঃ মুসলিম ইতিহাসের জনক কে?
উত্তরঃ আল মাসুদী।
_হেরোডটাস ইতিহাসের জনক সকলের জানা আছে। তবে তবে ইসলাম ইতিহাসের জনক কে? আল মাসুদী ইসলাম ইতিহাসের জনক নামে খ্যাত। তার পুরো নাম আবু আল হাসান আলী ইবনে আল হুসাইন ইবনে আলী আল, মাসুদি। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইতিহাস এবং ভূগোল নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করেছেন। তাকে ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ জনক বলা হয়। এই কাজে জন্য তিনি ‘দ্য হেরোডটাস অব দ্য আরব’ খেতাব জয় করেন।
৬) প্রশ্নঃ ভারত ইতিহাসকে হিন্দুযুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ হিসেবে ভাগ করেছেন কে ?
উত্তরঃ জেমস মিল।
_একজন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক জেমস মিল 1817 সালে, A History of British India একটি বই প্রকাশ করেন। এতে তিনি ভারতীয় ইতিহাসকে হিন্দু, মুসলিম ও ব্রিটিশ এই তিনটি যুগে ভাগ করেছেন ।
৭) প্রশ্নঃ কুনিক কার উপাধি ছিল?
উত্তরঃ অজাতশত্রু।
_হর্যঙ্ক রাজ বংশের রাজা অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। তাঁর শাসনকালে হর্যঙ্ক রাজবংশের শাসন সর্বাধিক বিস্তার লাভ করেছিল সেই জন্য বিশেষজ্ঞরা রাজা অজাতশত্রু কুনিক আখ্যা দেন।
৮) প্রশ্নঃ কলকাতা থেকে সরিয়ে ভারতের রাজধানী কেন দিল্লিতে করা হয়েছে?
উত্তরঃ ভারতের পূর্ব দিকে অবস্থিত শহর কলকাতা ১৯১১ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল। ভারতের চরমভাবাপন্ন এলাকা কলকাতা থেকে গোটা অঞ্চলের শাসনকার্য পরিচালনা করতে গিয়ে উদ্ভূত বিশৃঙ্খলার সম্মুখীন হতে হচ্ছে বিট্রিশ শাসকদের। অপরদিকে দিল্লির অবস্থান ভারতের উত্তরাঞ্চলে। তাই ব্রিটিশ সরকারের মনে হয়েছিল, দিল্লি থেকে ভারত শাসন করা অপেক্ষাকৃত সহজতর হবে। ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি কলকাতা থেকে সরিয়ে ভারতের রাজধানী দিল্লিতে করা হয়।