WB Primary TET Scam 2023: টাকা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন তাদের লিস্ট জমা পড়লো হাইকোর্টে।

 

WB Primary TET Scam 2023, highcourt, pdf, list,
WB Primary TET Scam 2023

WB Primary TET Scam 2023– শিক্ষক দুর্নীতি অভিযোগে ৩২০০০ চাকরি বাতিল করেছে হাইকোর্ট। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে যাঁরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এবং ঘুষ দেওয়া সত্ত্বেও চাকরি পাননি, তাদের বিরুদ্ধে সম্পূর্ণ চাকরি বাতিলের মাধ্যমে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে কোর্ট। সেই মামলা এখন গেছে সুপ্রিম কোর্টে। আমরা পর্ষদের লিস্টটা পেয়েছি যেটা নিয়ে কোলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চের কপিতে বারবর উঠে এসেছে ! নীচে এই লিস্ট টার ডাউনলোড লিঙ্ক শেয়ার করা হল! প্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতি সঙ্গে জড়িত সকলের তথ্য পাওয়া যাবে এই পিডিএফ এ। 


CBI এবং ED তদন্তকারী সংস্থা কিছু মাস আগে আদালতে একটি চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত প্রার্থীদের সাক্ষী হিসাবে দেখানো হয়েছিল। "যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাক্ষী হিসাবে কেনো দেখানো হয়েছে চার্জশিটে তারা কি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নন" এই বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। এই প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর। এই প্রশ্নের জবাবে সিবিআই এর সিটের ডিআইজি এবং সিবিআই এর দুর্নীতি দমন শাখার ডিআইজি বলেন, টাকা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের সংখ্যা অনেক বেশি। তাহলে তো অনেককে গ্রেফতার করতে হবে। এরপরেই বিচারপতি বলেন, একটা গ্রাউন্ড ঠিক করতে যেখানে কাদের সাক্ষী হিসেবে এবং কাদেরকে অভিযুক্ত হিসেবে দেখাবেন!


তারপর হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED, কাছে জানতে চাই যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পালটা জবাবে একটি চার্জশিট জমা করেন সিবিআই, আদালতে। কুন্তল ঘোষ, তাপস মন্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে নথিজাল, চক্রান্ত, প্রতারণা সহ একাধিক ধারায় সিবিআই এর তরফে চার্জেশিট দাখিল করা হয়েছে। তাঁদের আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক বলে খবর।

WB Primary TET Scam 2023,list, pdf, download
WB Primary TET Scam 2023

WBBPE (West Bengal Board Of Primary Education) বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে 2014 Primary Break up scores of the TET-2014 qualified empaneled candidates এর সম্পূর্ণ তালিকা প্রকাশিত করা হয়েছে। আপনারা এই ওয়েবসাইটে www.wbbpe.org গিয়ে PDF ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এই মামলা এখন ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে! পর্ষদের নোটিশের পিডিএফ লিঙ্ক নীচে দিলাম যেটা ভিত্তি করে এই কেসের গ্রউন্ড তৈরি করা হয়েছে !

WBBPE Full Merit List 2014 এখানেই ৩২,০০০ চাকরি প্রার্থীদের সমস্ত তথ্য পেয়ে যাবেন! ক্লিক করুন। 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে আগামী তিন মাসের (WB 32000 Case Division Bench Order Copy) মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশই বহাল থাকবে বলে এদিন জানিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আগের নির্দেশ অনুযায়ী পর্ষদকে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ওই প্রক্রিয়ায় অংশ নিতে হবে সংশ্লিষ্ট ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে। পর্ষদকে আগস্ট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ফের মামলার শুনানি হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এর উপর। এর মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 


গুরুত্বপূর্ণ তথ্য:- আজকের পোস্টে, 'প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নাম লিস্ট পিডিএফ' (WB Primary TET Scam 2023 List Pdf) সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে এমন তথ্য পাওয়া গেছে, আরও তথ্য জানতে চাইলে সবাই জানতে পারেন। যদি এই পোস্টে কোনো ভুল দেখা যায়, তাহলে এই www.tathasutra.online কোনোভাবেই নিজের দায়ভার নেবে না।


🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।🔥

✅WhatsApp Group: Join Now


আরও পড়ুন-











একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন