আধার কার্ডের সঙ্গে এই ডকুমেন্ট গুলি লিঙ্ক আছে তো! না থাকলে মোটা টাকা জরিমানা দিতে হবে

 

Aadhaar card, PAN card, Ration Card, SBI Bank account, Voter Card, link, white background,

Aadhaar Card Link: আধার কার্ডের পূর্বে ভোটার আইডি কার্ড ভারতীয়দের প্রধান পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সমস্ত সরকারি কিংবা বেসরকারি কাজে গ্ৰহনযোগ্য প্রধান নথি ছিল ভোটার আইডি কার্ড। মোবাইলের সিম তোলা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, রেশন কার্ড সমস্ত কিছুতে সেই সময় ভোটার আইডি দিতে হতো। আর এখন সেই জায়গাটা নিয়েছে আধার কার্ড (Aadhar Card)। ভারত সরকারের তৈরি আধুনিক নথি হলো আধার কার্ড। এই জন্য আধার কার্ডের অপব্যবহার বেড়েয়ে চলেছে। একসময় দেখা গিয়েছিল ভোটার আইডির তথ্য নকল করে বেনামে বহু মোবাইল সিম তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে অন্যান্য বেআইনি কাজও হচ্ছে আধার অপব্যবহারের মধ্য দিয়ে। বিষয়গুলো ইতিমধ্যেই নজরে এসেছে প্রশাসনের। এদিকে আধার কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে জালিয়াতি শুরু হওয়ায় প্রচন্ড চিন্তিত সাধারণ মানুষ। যেটা তাঁদের প্রধান পরিচয় পত্র সেই আধার কার্ড দিয়ে যদি এইভাবে গোপনে লোন নেওয়া, মোবাইলের সিম তোলার মতো কাজ হতে থাকে তবে বিপদ যে অনেক গভীরে এগিয়ে পৌঁছবে তা আর বলার অপেক্ষা রাখে না।
মানুষের এই ভয় দূর করতে একইসঙ্গে আধার জালিয়াতির শিকার হলে যাতে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয় তার জন্য এক নতুন পরিষেবা নিয়ে এসেছে UIDAI কর্তৃপক্ষ। আধার কার্ড লিংক (Aadhaar Card Link)। বর্তমান সময়ে ভারতীয়দের প্রধান পরিচয়পত্র হলো আধার কার্ড। তাই নিজের আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য আপনাকে UIDAI এর কথা মতো উল্লেখিত সকল নথির সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে।
UIDAI এর তরফ থেকে কোন কোন ডকুমেন্টের সঙ্গে আপনাকে আধার কার্ড লিংক করতে হবে? আধার লিংক পদ্ধতি? শেষ তারিখ কবে? বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি।

নীচে উল্লেখিত এই ডকুমেন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিংক করতে হবে ২০২৩ এর মধ্যে না হলে সকল নথি নি সক্রিয় হয়ে যাবে।

  1. আধার কার্ড মোবাইল নম্বর লিংক।
  2. আধার কার্ড প্যান কার্ড লিংক।
  3. আধার কার্ড রেশম কার্ড লিংক।
  4. আধার কার্ড ব্যাংক লিংক।
  5. ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক


    আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক (Mobile Number Link to Aadhaar Card)

    Adhaar card, link, mobile number, white background


    বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ভারত সরকার বর্তমানে সমস্ত নাগরিকদের জন্য ১০ ডিজিটের মোবাইল নম্বরের (Mobile Number) সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে। আপনার ব্যাংক একাউন্ট হ্যাকার দের হস্তক্ষেপ যাতে না হয় মোবাইল OTP এর মাধ্যমে এবং একাধিক সিম কার্ড (SIM Card) কেউ তুলতে না পারে ইত্যাদি বিষয় লক্ষ্য করে। ভারত সরকার সকল নাগরিকের জন্য ২০২৩ এর মধ্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করাটা বাধ্যতামূলক করেছেন।

    কীভাবে আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করবেন (Aadhaar Card Link With Mobile Number)

    • প্রথমে বাড়ির কাছাকাছি কোনও permanent enrolment centre যেতে হবে।
    • এরপর আধার এনরোলমেন্ট ফর্ম ফিলআপ বা পূরণ করতে হবে।
    • যে মোবাইল নম্বর আপনি আধারের সঙ্গে যুক্ত করতে চান, সেটা ফর্মে লিখতে হবে।
    • এবার আধার এক্সিকিউটিভের কাছে ফর্ম জমা দিয়ে দিন।
    • ওই এক্সিকিউটিভ আপনার যাবতীয় তথ্য বায়োমেট্রিকের মাধ্যমে অথেনটিকেট বা ভেরিফাই করে দেখবেন।
    • এই সার্ভিসের জন্য ৫০ টাকা নেওয়া হবে।

    আধার কার্ড ফোন নম্বর আপডেট ( Adhaar Card Phone Number Update)

    কীভাবে আধার কার্ডে ফোন নম্বর আপডেট করবেন:
    প্রথমে আপনাকে কাছাকাছি আধার সেন্টার যেতে হবে। (আপনার কাছাকাছি আধার সেন্টার কোথায়? না জানা থাকলে UIDAI ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন বুক করতে পারবেন আপনার স্পর্শবতী আধার সেন্টার ( Adhaar Center). সেখানে গিয়ে আপনাকে Adhaar Card Update/ Correction ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এখানে নতুন নম্বর দিতে হবে। এক্ষেত্রেও ৫০ টাকা চার্জ নেওয়া হবে। একটি স্লিপ দেবে যেখানে Update Request Number (URN) থাকবে। এই নম্বরের মাধ্যমেই আপনি নিজের অ্যাপ্লিকেশনের স্টেটাস দেখতে পাবেন। ৯০ দিনের মধ্যে UIDAI ডেটাবেসে আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।

    আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক চেক (Aadhaar Card Mobile Number Link Status Check/ Update Check)

    আপনি যদি আধার কার্ডের সঙ্গে আপনার ১০ ডিজিট মোবাইল নম্বর যুক্ত কিংবা আপডেট করে থাকেন তাহলে । আধার অফিসে থাকা আধিকারিক আপনাকে একটি স্লিপ দিয়েছে ওখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর থাকবে যেটা দিয়ে সহজেই UIDAI এর ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড মোবাইল নম্বর লিংক স্ট্যাটাস চেক করতে পারবেন।

    aadhar card, link, pan card, white background,

    আধার কার্ড প্যান কার্ড লিংক (Aadhaar Card PAN Card Link)

    আধার কার্ড আপডেট UIDAI আর একটি বড় পদক্ষেপ হলো আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিংক করতে হবে। আধার প্যান লিংক এই সম্পর্কে UIDAI অনেক নোটিশ প্রকাশিত করেছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও 20 শতাংশ প্যান কার্ড হোল্ডার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাননি। যার ফলে উক্ত সময়সীমার পর কাজ করা বন্ধ করে দেবে প্যান কার্ড। তাই আয়কর আইনের আওতায় থাকার জন্য দুই কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।

    আধারের সঙ্গে প্যান কার্ড লিংক প্রক্রিয়া (Adhaar Card PAN Card Link Process)

    প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার সবচেয়ে সহজ উপায় হল SMS এর মাধ্যমে। আপনাকে যা করতে হবে তা হল:
    • আপনার UIDPAN [স্পেস] দিয়ে আপনার ফোনে একটি SMS করুন
    • তারপর আপনার 12-সংখ্যার আধার নম্বর [স্পেস] আপনার 10-সংখ্যার প্যান নম্বর এর পরে, সহজভাবে যে বার্তাটি যে কোনও একটিতে প্রেরণ করুন56161 বা567678
    • তারপরে আপনি একটি বার্তা পাবেন যে SMS এর মাধ্যমে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়া সফল হয়েছে৷

    আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক (Adhaar Card PAN Card Link Status Check)

    আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করার জন্য https://www.incometax.gov.in/iec/foportal/ -এই লিঙ্ক ব্যবহার করে আয়কর ই-ফাইলিং পোর্টালে যাতে হবে। নীচের ধাপগুলি অনুসরণ করুন।
    • পেজের বাঁ দিকে 'Quick Links'-এ ক্লিক করুন।
    • এরপর ‘Link Aadhaar Status’-এ ক্লিক করতে হবে।
    • এবার নিজের দশ অঙ্কের প্যান নম্বর এবং 12 অঙ্কের আধার নম্বর লিখুন।
    • এরপর 'View Link Aadhaar Status’-এ ক্লিক করতে হবে।
    • ওখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ড প্যান কার্ড লিংক হয়েছে কি না।

    আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক শেষ তারিখ (Aadhar card pan card link last date)

    আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার জন্য CBDT 30শে জুন 2023 পর্যন্ত সমস্ত ব্যক্তিদের এই প্রক্রিয়াটি করার জন্য একটি সময়সীমা দিয়েছে অন্যথায় সবাই  এই ধরনের ব্যর্থতার জন্য আইনের অধীনে সমস্ত পরিণতির জন্য দায়ী।

    aadhar card, link, ration card, white background,

    আধার কার্ড রেশন কার্ড লিংক (Adhaar Card Ration Card Link)

    আপনার যদি রেশন কার্ড থাকে এবং আপনি বিনামূল্যে রেশনে চাল ও গম পান, তাহলে আপনি যদি এখনও রেশন কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) না করে থাকেন, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। শুধু তাই নয়, আপনার রেশন কার্ড বাতিলের প্রক্রিয়াও শুরু হবে। একটি রেশম কার্ড দিয়ে একাধিক জায়গায় রেশম তোলা এবং রেশম দূর্নীতি ইত্যাদি থেকে রক্ষা পেতে ভারত সরকারের বড় নির্দেশ আধার কার্ড রেশন কার্ড লিংক। যেটা আপনাকে করতেই হবে।

    আধার কার্ড রেশন কার্ড লিংক প্রক্রিয়া (Ration card aadhar link Process)

    আপনার রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করতে হলে আপনাকে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
    • আপনার রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) ওয়েবসাইট খুলুন (প্রতিটি রাজ্যের নিজস্ব পিডিএস পোর্টাল রয়েছে)।
    • তারপর বর্তমান কার্ডগুলির সঙ্গে আপনার আধার সংযুক্ত করার বিকল্পটি বেছে করুন।
    • আপনার রেশন কার্ড, আধার কার্ড এবং নিবন্ধিত মোবাইল ফোনের নম্বর লিখুন।
    • “Continue / Submit” অপশনটি বেছে নিন।
    • আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি লিখুন।
    • প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনাকে এসএমএস-র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    রেশন কার্ড আধার লিংক চেক (Ration card aadhar link online west bengal)

    রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেকের জন্য এখানে আলোচনা করা পদক্ষেপগুলি অনুসরণ করুন৷
    • আপনাকে আপনার PDS পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং স্থিতি পরীক্ষা করতে রেশন কার্ড নম্বর বা মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করতে হবে।
    • ওয়েবসাইটটি আপনাকে আপনার লিঙ্কিং প্রক্রিয়ার বর্তমান অবস্থা বলবে এবং যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই তথ্যের উপর উল্লেখ করা হবে।
    • যদি কোন ত্রুটি থাকে তাহলে অনুগ্রহ করে ঘটনাস্থলেই সমাধান করুন এবং তারপর 5-6 দিন অপেক্ষা করুন যাতে কর্তৃপক্ষ লিঙ্কটি অনুমোদন করে।
    aadhar card, link, sbi bank account, white background, sbi passbook

    আধার কার্ড ব্যাংক একাউন্ট লিংক (Bank Account Aadhar link)

    ইদানিং, সরকার প্যান (PAN) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে আধার (Aadhar) লিঙ্ক করার উপর জোর দিচ্ছে। তাই ভারতের সকল নাগরিকে তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। আপনার ব্যাঙ্ক একাউন্ট যদি ২০১৩ সালের আগের খোলা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আধার লিংক করতে হবে। আর আপনি যদি আপনার আধার কার্ড দিয়ে ব্যাঙ্কের বই খুলে থাকেন তাহলে চিন্তা নেই। আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক হয়ে আছে। তবুও এবার চেক করে দেখে নিন।

    আধার কার্ড ব্যাংক একাউন্ট লিংক প্রক্রিয়া (Bank Account Aadhar link Process)

    আধার কার্ডের সঙ্গে  ব্যাংক একাউন্ট লিংক যদি না করা থাকে তাহলে আপনি। নিজ ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করুন।

    Adhaar card, link, voter card, white background,

    ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক (Voter Card Aadhaar Card Link)

    ভারতের আধার কার্ড ও ভোটার আইডি কার্ড দুই নথি ভীষণ প্রয়োজনীয় হয়ে। প্রায় সব রকম কাজেই দরকার পড়ে নথিগুলির। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এবার থেকে দুই নথি সংযুক্ত করতে হবে নাগরিকদের। এই মর্মে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্কের কাজ অনেকদিন ধরেই চলছে দেশে। যদি আপনি এখনও লিংক না করে থাকেন তাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এমন কি ভোটার কার্ড বাতিল ও হয়ে যেতে পারে।

    ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক প্রক্রিয়া (Voter Card Aadhaar Card Link Process)

    ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা জন্য আপনাকে নীচে ধাপ গুলি অনুসরণ করতে হবে।
    • প্রথমে https://voterportal.eci.gov.in/ -এ যান।
    • মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগইন করুন এবং পাসওয়ার্ড দিন।
    • রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম ভরুন।
    • ডিটেলস পূরণ করার পর 'সার্চ'-এ ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে দেখাবে।
    • ফিড আধার নং' অপশনে ক্লিক করুন। এটি স্ক্রিনের বাঁ দিকে দেখা যাবে।
    • একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিতে হবে।
    • সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর 'সাবমিট'-এ ক্লিক করুন।
    • স্ক্রিনে দেখাবে যে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।

    ভোটার কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক (Voter Card Aadhaar Card Link Status Check)

    ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়েছে কি? সেটা জানার জন্য আপনাকে
    • প্রথমে আপনাকে Voter Card এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
    • Google এ এসে সার্চ করুন nvsp.in লিখে।
    • এরপর আপনার সামনে National Voter Service Portal টি চলে আসবে।
    • এরপর আপনাকে নিচে Application Status এ ক্লিক করতে হবে।
    • পরবর্তী পেজে আপনি আবেদন করার পর যে রেফারেন্স নাম্বার পেয়েছেন তা বসিয়ে দিয়ে সার্চ করুন।
    • এরপর নিচে চলে আসবে সমস্ত কিছু। যদি ভোটার কার্ড এ আধার কার্ড লিংক হয়ে থাকে তাহলে স্ট্যাটাস Accepted চলে আসবে।


    গুরুত্বপূর্ণ তথ্য: বিভিন্ন ডকুমেন্ট এর সঙ্গে আধার কার্ড লিংকের সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে এখন কি করবেন? কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। আপনার যদি উক্ত নথি এর সঙ্গে এখনও আধার কার্ড লিংক না করে থাকেন তাহলে আপনি। আধার কার্ড দপ্তরে যোগাযোগ করুন। নীচে কিছু লিংক দেওয়া হলো এখানে ক্লিক করে সরাসরি নথির ওয়েবসাইটে যেতে পারবেন।

    Aadhar Card Update Click Here
    Aadhar Card PAN Card Link Check Click Here
    Aadhar Card Mobile Number Link Check Click Here
    Aadhar Card Ration Card Link Check Click Here
    Aadhar Card Voter Card Link Check Click Here
    WhatsApp Group Join Now

    একটি মন্তব্য পোস্ট করুন

    নবীনতর পূর্বতন