![]() |
Narayan Vandar Prokolpo |
Narayan Vandar Prokolpo- হুগলী জেলায় অনুষ্ঠিত বিজেপির এক জনসভায় এই প্রকল্প চালু করার কথা বলেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রতি মাসে 2000 হাজার টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বেকার যুবতীদের এই Narayan Vandar Prokolpo - এর মধ্যে। তার পর থেকেই পশ্চিমবঙ্গের মানুষের মুখে একটাই প্রশ্ন কবে থেকে চালু হবে নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Vandar Prokolpo)।
কবে থেকে চালু হবে নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Vandar Prokolpo Launch Date)
এই প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয় কারণ বঙ্গ বিজেপি নেতাদের কাছে থেকে এর কোনো নতুন খবর সামনে আসেনি। তবে 2024 লোকসভা ভোটের পর চালু হতে পারে বলে মনে করছেন অনেকেই।
পঞ্চায়েত ভোটের পর এই নারায়ণ ভান্ডার প্রকল্প (Narayan Vandar Prokolpo) চালু করার দাবি করছে অনেক বিজেপি নেতারা। তবে কোনো রাজ্যে একটি প্রকল্প চালু করার ক্ষমতা শুধু মুখ্যমন্ত্রীর। আসন্ন পঞ্চায়েত ভোটের পর 2024 সালে লোকসভা ভোট। আর এই ভোটের ফলাফল বলে দেবে সত্যিই কি চালু হবে নারায়ণ ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে। কারণ বর্তমান রুলিং পার্টি কে পরাজিত করে যদি বিজেপি কর্মী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আসন দখলে আনতে পারে তবে চালু হবে Narayan Vandar Prokolpo। হুগলী জেলায় অনুষ্ঠিত বিজেপির জনসভায় এই প্রকল্প চালু করার কথা বলেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তারপর থেকে এই প্রকল্প চালু করার কথা আর শোনা যায়নি বিজেপি নেতাদের মুখে।
‘‘মানুষের ভোট নেওয়ার জন্য ওই সব কথা (Narayan Vandar Prokolpo Landed Date) বলে থাকেন। এর আগে ও বিজেপির নেতারা অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষের ভোট দখল করার জন্য। আপনার জানেন না BJP সরকার 2018 সালে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ‘ঘরে ঘরে চাকরি দেওয়া হবে বলে ছিল, কিন্তু 50 হাজার সরকারি পদ খালি থাকলেও এখনও পর্যন্ত একটিও পূরণ করা হয়নি।2000 হাজার টাকা প্রতি মাসে সবাইকে দেবে। ভেবে দেখেছেন কত টাকা হয়। এই টাকার জোগান দেবে কোথায় থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত লক্ষীর ভান্ডার ভারতের সর্বোচ্চ সাফল্য প্রকল্পের মধ্যে একটা। পশ্চিমবঙ্গের মা-বোনেরা এই প্রকল্পে সুবিধা পেয়ে খুবই আনন্দিত ’’ - Narayan Vandar Prokolpo এর সম্পর্কে এমনটাই মন্তব্য করলে বিরোধী নেতা।
নারায়ণ ভান্ডার প্রকল্প ( Narayan Vandar Prokolpo) – West Bengal Narayan Bhandar Scheme 2023
সময় দিয়ে আমার এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারায়ণ ভান্ডার প্রকল্প সম্পর্কে আমাদের আরও অনেক প্রতিবেদন আছে আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। নীচে ক্লিক করে।
👉লক্ষীর ভান্ডারের ৫০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করে বছর শেষে ৩০ হাজার টাকা। কী ভাবে বিনিয়োগ করবেন...
গুরুত্বপূর্ণ তথ্য:- আজকের পোস্টে, 'নারায়ণ ভান্ডার প্রকল্প ( Narayan Vandar Prokolpo)' সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে এমন তথ্য পাওয়া গেছে, আরও তথ্য জানতে চাইলে সবাই জানতে পারেন। যদি এই পোস্টে কোনো ভুল দেখা যায়, তাহলে এই www.tathasutra.online কোনোভাবেই নিজের দায়ভার নেবে না।